টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:০৪ পিএম, ২১শে জুন ২০২৩


টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
ফাইল ছবি

টাঙ্গাইলের গোপালপুরের বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানি হয়েছেন। বুধবার (২১ জুন) বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল এবং উত্তর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের জহুর আলীর ছেলে ফজলুর হক (৫০) এবং উত্তর পাথালিয়া গ্রামের মৃত আব্দুল ছামাদের ছেলে আবুল কাশেম (৪০)।


আরও পড়ুন: টাঙ্গাইলের ঘাটাইলে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি


স্থানীয়ার জানান, আজ বাইশকাইল গ্রামে ঝড়-বৃষ্টির মধ্যে ক্ষেতে গরু আনতে যায় ফজলুর হক। পরে তিনি গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।  


আরও পড়ুন: টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষায় শিক্ষার্থীরা


অন্যদিকে, উত্তর পাথালিয়া গ্রামের  আবুল কাশেম বৃষ্টির সময় চড়ায় ঘাস কাটতে যায়। এ সময় ঝড় ও বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে কাশেম গুরুত্বর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন ।


জেবি/এসবি