দুপুরের পর থেকে নীলক্ষেত অবরোধ করে রেখেছে সাত কলেজের শিক্ষার্থীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩


দুপুরের পর থেকে নীলক্ষেত অবরোধ করে রেখেছে সাত কলেজের শিক্ষার্থীরা
ছবিটি রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে তোলা

বিকেল ৪ টা থেকে প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা৷ 


এর আগে সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে বুধবার (২১ জুন) দুপুর ২ টা ২০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা৷


সড়ক অবরোধ থাকার ফলে পুরো এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এর আগে গতকালও নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা৷


আরও পড়ুন: নীলক্ষেত মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা


তবে শিক্ষার্থীদের এ অবরোধ তুলে নিতে বেশ কয়েকবার সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের ঘটনাস্থলে আসতে দেখা গেছে।


নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি)  শাহেন শাহ্ মাহমুদ সাংবাদিকদেরকে জানান, শিক্ষার্থীদের অবরোধের ফলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং জনভোগান্তি হচ্ছে। শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করতে সাত কলেজের শিক্ষক ও সমন্বয়কের সাথে কথা বলেছি।


জেবি/ আরএইচ/