প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন হিরো আলম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী হিরো আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন হিরো আলম।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
প্রার্থিতা ফিরে পেয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম গণমাধ্যমকর্মীদের বলেন, “আমি নিরাশার কথা বলেছিলাম। তবে ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়ে এখন আস্থা তৈরি হলো। সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো।”
আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
তিনি আরও বলেন, “এর আগের নির্বাচনে হাইকোর্ট থেকে প্রার্থিতা আনতে হয়েছিল। এবার সে পর্যন্ত যেতে হয়নি। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ায় আমি আনন্দিত। শেষ পর্যন্ত লড়ে যেতে চাই। এবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয় নিয়ে আমি আশাবাদী।”
আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন হিরো আলম
তফসিল অনুসারে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ জুন। প্রতীক বরাদ্দ ২৬ জুন। ভোটগ্রহণ হবে আগামী ১৭ জুলাই। উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে
