প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন হিরো আলম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন হিরো আলম
হিরো আলম। ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে যাচ্ছেন হিরো আলম।


সোমবার (১৯ জুন) গণমাধ্যমমের মুখোমুখি হয়ে হিরো আলম বলেন, আমি আজকে আপিল করতে ইসিতে যাচ্ছি। জানি না কি হবে। তবে কালকের মধ্যে যদি আপিল খারিজ হয় কোনো কারণে, তাহলে পরের দিন হাইকোর্টে যাব।


আরও পড়ুন: হিরো আলমের মনোনয়নপত্র বাতিল


এর আগে গতকাল রবিবার (১৮ জুন) দুপুরে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করার কথা জানান ঢাকা-১৭ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।


হিরো আলমের মনোনয়ন বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান সাংবাদিকদেরকে জানিয়েছেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি তিনি।


জেবি/ আরএইচ/