ঈদের আগে এক লাখ গরু আমদানির সুপারিশ ক্যাবের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩


ঈদের আগে এক লাখ গরু আমদানির সুপারিশ ক্যাবের
ফাইল ছবি

কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুরবানি ঈদের আগে এক লাখ গরু আমদানির সুপারিশ করেছে। 


বৃহস্পতিবার (২২ জুন) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।


সংস্থাটির সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।


অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া জানান, দেশের বাজারে গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের কলকাতায় গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪৫ টাকা। ভারতে চাহিদার তুলনায় জোগান বেশি হওয়ায় দাম কম।


আরও পড়ুন: ই-ক্যাবের মাহফুজা গ্রেফতার


অন্যদিকে, বাংলাদেশে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি বলে এখানে গরুর মাংসের দাম বেশি। চড়া দামের কারণে নিম্ন ও নিম্নবিত্তরা এখন গরুর মাংস খাওয়ার সামর্থ্য হারিয়েছেন। 


লিখিত বক্তব্যে ক্যাবের সাধারণ সম্পাদক আরও জানান, প্রতি বছর কুরবানির গরুর দাম অত্যধিক থাকে। কারণ হিসেবে খামারিরা বলেন, গরু লালন-পালনে খরচ অনেক বেড়েছে। সরকারি হিসাবে ২০২১-২২ অর্থবছরে দেশে গরুর উৎপাদন ছিল দুই কোটি ৪৭ লাখ। 


এ অবস্থায় আসছে কোরবানি ঈদে ভোক্তাদের কম দামে মাংস খাওয়াতে ভারত থেকে অন্তত এক লাখ গরু আমদানির সুপারিশ করছি। তাহলে বাংলাদেশের বাজারে গরুর দাম কমবে।


জেবি/ আরএইচ/