প্রমাণ করতে পেরেছি আ. লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩
সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার এবং উপ-নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি আওয়ামী লীগের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ জুন) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে উপ-নির্বাচনে ভোট দিতে মানুষ ভোটকেন্দ্রে যেতে পারেনি। কারণ, তারা নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে ভোট লুট করেছিল। ভোট ডাকাতির মাধ্যমে তারা জন্ম নিয়েছে এবং এটাই তাদের অভ্যাস।
তিনি বলেন, আওয়ামী লীগের ভোট চুরির দরকার নেই। আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে ভোট পাই। এভাবেই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করেছি।
আরও পড়ুন: আওয়ামী লীগের ভোট চুরি করতে হয় না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেও তা প্রমাণিত হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ কখনোই সন্ত্রাসী সংগঠন বিএনপিকে ভোট দেয় না। কারণ, জনগণের সেবা এবং দেশের উন্নতি করার কোনো আগ্রহ তাদের নেই। বরং দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছানোর কাজেই ব্যস্ত ছিল।
জেবি/ আরএইচ/