নুরকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান গণমাধ্যমকে জানিয়েছেন, মোসাদের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (২২ জুন) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত জানান, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা থেকে বৈঠকের ছবি পেয়েছি। কাতার বিশ্বকাপের সময় বিষয়টি আমাদের নজরে এসেছে।
আরও পড়ুন: ওমরাহ শেষে দেশে ফিরলেন ভিপি নুর
ইউসুফ রামাদান জানান, মোসাদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে তিনি যদি অস্বীকার করে থাকেন, তা ফিলিস্তিনের জন্য ভালো। তবে বিষয়টি সত্য হলে এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি।
তিনি আরও জানান, ইসরায়েল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না। এ ধরনের নেতা দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।
জেবি/ আরেএইচ/