দেশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩
দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৩ জুন) সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়- যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভবনা
সারাদিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জেবি/ আরএইচ/