আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবো: রিজভী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন। সরকার খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। তার পরিবর্তে তারই সুযোগ্য সন্তান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবো।
শুক্রবার (২৩ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। আজ তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে।
আরও পড়ুন: তরুণদেরকে শক্তিশালী হয়ে জেগে উঠতে হবে: রিজভী
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় কথা বলেন, দেশে এসে উনি কারও কাছে মাথানত করবেন না কাউকে পাত্তা দেন না জানিয়েছেন। তিনি সেন্টমার্টিন দেননি বলে ক্ষমতায় থাকতে না পারার সংশয় প্রকাশ করেছেন। কেন আজ এসব কথা হবে? এর জন্য তো উনিই দায়ী।
তিনি আরও বলেন, শেখ হাসিনা নাকি মাথানত করেন না। তাহলে আমেরিকার সহযোগিতার জন্য ভারতকে অনুরোধ করেছেন কেন? আসলে উনি তলে তলে ঘুস দিয়ে তাদের নিজের পক্ষে রাখার চেষ্টা করেন। তবে মনে রাখতে হবে- সবাই কিন্তু ঘুস খান না।
জেবি/ আরএইচ/