আ. লীগের সঙ্গে একচুল পরিমাণও বেইমানি করিনি: মায়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের সঙ্গে একচুল পরিমাণও বেইমানি করিনি। যে কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করেছেন। জীবনের শেষদিন পর্যন্ত নিজের রক্ত দিয়ে হলেও এই দলের পাশে থাকব।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর কলেজ মাঠে এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ এই নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই দলের সঙ্গে যারা বেইমানি করবে বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, জেলাপরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, জেলা যুবলীগ আহ্বায়ক মিজানুর রহমান কালু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুসসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো বেশ কয়েকজন নেতা।
এই সংবর্ধনায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। শুরুতে মায়া চৌধুরীর হাতে ফুলের নৌকা তুলে দেন স্থানীয় নেতারা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে সাজেদুল হোসেন দীপু চৌধুরী।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য হওয়ার পর তিন দিন আগে এলাকায় ফেরেন মায়া চৌধুরী।
এদিকে, স্থানীয় সংসদ সদস্য নূরুল আমিন রুহুলের সঙ্গে বিরোধ থাকার কারণে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে। তার জন্য সমাবেশস্থল ও মায়া চৌধুরীর গ্রামের বাড়ি মোহনপুরে ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়।
এসএ/