Logo

হজের আনুষ্ঠানিকতা শুরু কাল, আজ শেষ ফ্লাইট

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুন, ২০২৩, ২১:১৬
37Shares
হজের আনুষ্ঠানিকতা শুরু কাল,  আজ শেষ ফ্লাইট
ছবি: সংগৃহীত

বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

হজের বার্ষিক আনুষ্ঠানিক কার্যক্রম আগামী রবিবার (২৫ জুন) থেকে  শুরু হবে। বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। শনিবার (২৪ জুন) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছবেন।

বিজ্ঞাপন

সৌদিতে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন। এবার বিশ্বের ১৬০টির বেশি দেশের ২০ লাখের অধিক মানুষ পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, রবিবার  থেকে বিশ্বের লাখো মুসলিমের ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে মক্কা। এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD