Logo

৩০০ আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করলো ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৭
7Shares
৩০০ আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করলো ইসি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দেশের ৩০০ সংসদীয় আসনে নির্বাচনী অনিয়ম অনুসন্ধান এবং নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য বিশেষ ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটিগুলো গঠনের তথ্য জানানো হয়েছে।

কমিশন জানিয়েছে, আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ৩০০ কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই তারা নিজ দপ্তর থেকে অবমুক্ত গণ্য হবেন এবং নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন।

কমিটির কর্মকর্তারা নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম প্রজ্ঞাপন জারির দিন থেকে শুরু হয়ে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের মুহূর্ত পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন আশা করছে, এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী এলাকায় অনিয়ম ও অবৈধ কার্যক্রম দ্রুত শনাক্ত করা সম্ভব হবে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় বিচারের মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করা যাবে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD