তিন বিভাগে বৃষ্টি হতে পারে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩


তিন বিভাগে বৃষ্টি হতে পারে
ফাইল ছবি]

দেশে ৩ বিভাগে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে সারাদেশেই মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে।


শনিবার (২৪ জুন) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


তিনি জানালেন, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 


আরও পড়ুন:  ভুল স্বীকার করলেন ডা. সংযুক্তা


আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা হচ্ছে রাজশাহীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ৬২ মিলিমিটার।


জেবি/এসবি]