করোনায় আরও একজনের প্রাণহানি, নতুন শনাক্ত ৮২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩
দেশে একদিনে করোনাভাইরাসে মারা গেছে একজন। এ সময়ে শনাক্ত হয়েছে আরও ৮২ জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ১৩১ জনে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৫৯ জন।
শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশে আসছে করোনার বুস্টার টিকা 'ভিসিভি'
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ সাত হাজার ৫৪ জন।
আরও পড়ুন: ফের শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ
একদিনে ১ হাজার ১৪৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এক হাজার ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সাত দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
জেবি/এসবি