চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩


চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ২
ফাইল ছবি

একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ জন, যা চলতি বছরের সর্বোচ্চ। এর আগে গেল ১৭ জুন সর্বোচ্চ আক্রান্ত ছিল ৪৭৭। অপরদিকে, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২ জনে।


শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


আরও পড়ুন: ঈদের সময় ডেঙ্গু বাড়তে পারে: এলজিআরডি মন্ত্রী


এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট রোগী এক হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ৩৪৪ জন ঢাকার বাইরের।


এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৭ জন।


আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গেল বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।


জেবি/এসবি