ঈদের সময় ডেঙ্গু বাড়তে পারে: এলজিআরডি মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩
স্থানীয় সরকার মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম বলেছেন, ঈদের সময়টাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে। এজন্য সিটি করপোরেশনের নিবিড়ভাবে মশক নিধনের জন্য যেসব টিম আছে তাদের কাজে লাগাতে হবে।
বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, মশক নিধন টিমের জন্য পর্যাপ্ত পরিমাণ কীটনাশক ওষুধ রাখা আছে, সেগুলো ব্যবহার করবে। পর্যাপ্ত সংখ্যক যন্ত্র কেনা আছে। একেকটি সিটি করপোরেশনে তিন হাজার করে লোকবল নিয়োগ দেওয়া আছে।
তিনি বলেন, কোরবানি ঈদের সময় আঙ্গিনায় কুরবানির বর্জ্য নিজ দায়িত্বে পরিষ্কার করে নেবেন। ঈদে বাড়ি গেলে কমোডের ঢাকনা বন্ধ করে যাবেন। টায়ার, টিউবসহ যেসব জায়গায় পানি জমে থাকতে পারে, সেখানে এডিস মশার জন্য হতে পারে, সেসব জায়গায় যেন পানি জমতে না পারে।
আরও পড়ুন: ডেঙ্গু মোকাবিলায় জনগনের অংশগ্রহণে সফলতা আসবে: এলজিআরডি মন্ত্রী
তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ে সন্তুষ্টির কোনো কারণ নেই। একজনও যদি আক্রান্ত না হতো, একজন লোকও যদি মারা না যেতো, তাহলে আমি সন্তুষ্ট হতাম। আমরা সে লক্ষ্যেই কাজ করি।
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো জানিয়ে তাজুল ইসলাম বলেন, সিঙ্গাপুরে ৩ হাজার ৫৯৫ জন আক্রান্ত হয়েছে। ইন্দোনেশিয়ায় ৩৫ হাজার আক্রান্ত হয়েছে। আমরা নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করার পরিপ্রেক্ষিতে এখন যথেষ্ট নিয়ন্ত্রণে আছে।
জেবি/ আরএইচ/