অরেঞ্জ কেক তৈরি করবেন যেভাবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অরেঞ্জ কেক তৈরি করবেন যেভাবে

শীতে কমলা বেশি পাওয়া যায়। ভিটামিন সি যুক্ত এই ফল আমাদের সুস্থতার জন্য সহায়ক। কমলা দিয়ে অনেক রকমের খাবারও তৈরি করা যায়। অরেঞ্জ কেকও তেমনই একটি খাবার। এর সুঘ্রাণ ও স্বাদ পছন্দ হবে সবার। জেনে নেওয়া যাক অরেঞ্জ কেক তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে:-

ডিম- ৩টি, কমলার রস- ৪ টেবিল চামচ, ময়দা- ১ কাপ, চিনি- ১ কাপ, তেল- ১ টেবিল চামচ, দুধ- ১ টেবিল চামচ, বেকিং পাউডার- ১ চা চামচ, অরেঞ্জ এসেন্স- ১ চা চামচ, লবণ- ১ চিমটি, কমলার খোসা কুচি- আধা কাপ, অরেঞ্জ ফুড কালার- ১ ফোঁটা।

যেভাবে তৈরি করবেন:-

ডিম ফেটিয়ে নিন। এরপর তাতে কমলার রস, কমলার এসেন্স, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মেশান। এবার তাতে দুধ, বেকিং পাউডার, ময়দা একসঙ্গে মিশিয়ে দিন। এরপর তেল ও ফুড কালার দিয়ে ভালো করে বিট করুন। বিট করা হলে তাতে কমলার মিশ্রণ দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিন। কেক তৈরির মোল্ডে তেল ব্রাশ করে মিশ্রণ ঢেলে দিন। এবার ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ৪০ মিনিটের জন্য কেক বেক করুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু অরেঞ্জ কেক।

জি আই/