প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
রবিবার (২৫ জুন) গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটের নতুন নগরপিতা হলেন আনোয়ারুজ্জামান চৌধুরী
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন।
জেবি/ আরএইচ