বিআরটিএ’র নিয়ন্ত্রণ কক্ষ চালু হচ্ছে সোমবার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
রবিবার (২৫ জুন) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আট দিন নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। নিয়ন্ত্রণ কক্ষ ও নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন বিআরটিএ উপপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুর রাজ্জাক (০১৭১১-০০৭ ৮৫৭)।
আরও পড়ুন: বিআরটিএর সার্ভার হ্যাক করে কোটি টাকা আত্মসাত, গ্রেফতার ৬
বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ ও ডিএমটিসিএলের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর-৫৫০৪০৭৩৭ এবং মোবাইল নম্বর-০১৫৫০-০৫১ ৬০৬। বিআরটিএ পক্ষ থেকে অথরিটি পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লাকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ করা করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে গত ১৮ জুন নিয়ন্ত্রণ কক্ষ চালুর আদেশ জারি করা হয়।
জেবি/ আরএইচট/