২৩ দিনে রেমিট্যান্স এলো ১৯৪০৩ কোটি টাকা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩


২৩ দিনে রেমিট্যান্স এলো ১৯৪০৩ কোটি টাকা
ফাইল ছবি

দেশে চলতি জুনের ২৩ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৪০৩ কোটি টাকা)। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।


প্রতিবেদন থেকে জানা যায়, চলমান মাসের ২৩ দিনে দেশে মোট ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়ন ডলার ঘরে পৌঁছবে। 


আরও পড়ুন: আজ থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা ব্যাংকের যেসব শাখা


এখন পর্যন্ত রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ডলার এসেছে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।


আরও পড়ুন: ঈদে ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান


তবে একই সময়ে  ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। সেই তালিকায় রয়েছে- রাষ্টীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশেষায়ীত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কমিউনিটি ব্যাংক লিমিটেড এবং সিটিজেনস ব্যাংক পিএলসি। 


এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। 


জেবি/এসবি