যাত্রীচাপ থাকলেও ভোগান্তি নেই কমলাপুরে, স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ২ দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে যেতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা।
ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে ভিড় বাড়ছে। আগে ঈদযাত্রায় ভোগান্তি ও বিশৃঙ্খলার অভিযোগ থাকলেও এবার তেমনটি দেখা যায়নি। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে।
সোমবার (২৬ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
ঈদ যত ঘনিয়ে আসছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ততই বাড়ছে। সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে স্টেশনে। লাইন ধরে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা।
আরও পড়ুন: চিরচেনা সেই ভিড় নেই সদরঘাটে, স্বস্তিতে ফিরছেন ঘুরমুখো মানুষ
সরেজমিন দেখা গেছে, ঈদযাত্রায় টিকিটের ব্যবস্থা শতভাগ অনলাইনে বিক্রির কারণে বিগত সময়ের মতো রাত জেগে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার বিড়ম্বনায় পড়তে হয়নি যাত্রীদের। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।
রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার দিনের প্রথম আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদুল আজহায় ঈদযাত্রা শুরু হবে। এদিন ৫০ হাজারের বেশি মানুষ ট্রেনযোগে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, সকাল থেকে সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি ও ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ফলে রেলের লাভ লোকসান বিবেচ্য বিষয় নয়। যাত্রী সাধারণরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা যেন করতে পারে এটাই আমাদের লক্ষ্য।
জেবি/ আরএইচ/