পশুর হাটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৩


পশুর হাটে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে
ছবিটি রাজধানীর গাবতলী পশুর হাট থেকে তোলা

রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। 


সোমবার (২৬ জুন) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।


অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


আরও পড়ুন: হাটে পর্যাপ্ত গরুর যোগান, ক্রেতা কম দাম বেশি চাওয়ার অভিযোগ


তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর গাবতলী পশুর হাটে ইতোমধ্যে গাবতলীতে বিপুল সংখ্যক গবাদি পশু এসেছে। হাটে দালাল, ছিনতাইকারী ও জালটাকা প্রতিরোধ এবং কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারক চক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।


এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


জেবি/ আরএইচ/