মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি ২ দিন। প্রিয়জনের সানিধ্যে ঈদ করতে ইতোমেধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ।
এদিকে কোরবানির গরু ভর্তি অসংখ্য ট্রাক প্রবেশ করছে ঢাকায়। একারণে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়ির চাপ বেড়েছে সাভারের বিভিন্ন মহাসড়কে।
সোমবার (২৬ জুন) সাভারের ঢাকা-আরিচা, বাইপাইল-আবদুল্লাহ্পুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে চাপ বাড়লেও যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। সকাল থেকেই যানবাহনের চাপের সঙ্গে বাড়তে শুরু করেছে যাত্রীদের চাপ। তবে আজ পোশাক কারখানার আংশিক ছুটি হলে বিকেল থেকে যাত্রীর চাপ কয়েকগুণ বাড়বে বলে দাবি পরিবহন শ্রমিকদের।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট
শ্যামলী পরিবহনের চালক আশরাফুল ইসলাম জানান, ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। আমরা দেখেছি ঢাকা-উত্তরবঙ্গ সড়ক প্রশস্ত করা হয়েছে। এখনও আংশিক সড়কের কাজ চলছে। সড়কের কাজ শেষ হলে আগামীতে কোনো ধরনের যানজট থাকবে না বলে মনে করি।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের অ্যাডমিন চৌধুরী শহিদ জানান, সড়কে যানবাহনের চাপ একটু বেড়েছে। আমাদের ট্রাফিক বিভাগ, ঢাকা জেলা পুলিশসহ পুলিশের সকল ইউনিট যার যার জায়গা থেকে প্রস্তুত রয়েছি। আমরা যাত্রীদের ভোগান্তিহীন ঈদযাত্রা উপহার দিতে বদ্ধপরিকর।
জেবি/ আরএইচ/