ঈদের দিন দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হবে
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ২ দিন। দিনটিকে ঘিরে সারা দিন পশু কোরবানি থেকে শুরু করে নানা উৎসবমুখর পরিবেশে আনন্দ উদযাপন করলেও এবার আনন্দের মাঝে বাগড়া দিতে পারে বৃষ্টি। ঈদের দিন সকাল থেকে সারা দিন দেশের সব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৬ জুন) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মনোয়ার হোসেন জানান, ঈদের দিন সকাল থেকেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন: বৃষ্টি বাগড়া দিতে পারে কোরবানির পশুর হাট
ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।
জেবি/ আরএইচ/