ফেনীতে মজনু ও নাছিরের মুক্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩


ফেনীতে মজনু ও নাছিরের মুক্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন
ছবি: জনবাণী

সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকারকে মিথ্যা মামলায় গ্রেফতার ও মুক্তির দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মহিলা দল। 


রবিবার (২৫ জুন) বিকেলে শহরের ইসলামপুর রোডস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজির সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। 


জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সহ সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার।


আরও পড়ুন: ফেনী পৌরসভায় ৫৪ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে


মানববন্ধনে বক্তব্য দেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু, সিনিয়র সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা যুবদলের সিনিয়র সদস্য আতিকুর রহমান মামুন, সদর উপজেলা যুবদলের নিজাম উদ্দিন মাষ্টার, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, সদর উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাসুদ, জেলা শ্রমিক দলের সহ সভাপতি মোকছুদুল আলম টিপু, জেলা ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম।


এ ছাড়া ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন  বিএনপির  বিভিন্ন অঙ্গ ও সহযোগী  সংগঠনের  নেতৃবৃন্দ।


জেবি/ আরএইচ/