বাসায় আসার পর খালেদা জিয়া ভালো আছেন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পর ম্যাডাম ভালো আছেন। তিনি যেসব শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, সেসবের সমাধান হয়েছে।
সোমবার (২৬ জুন) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন মির্জা ফখরুল।
এর আগে, রবিবার (২৫ জুন) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে প্রায় দুই ঘণ্টা সময় কাটান মির্জা ফখরুল।
আরও পড়ুন: খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “ওনার মূল শারীরিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হওয়ার সম্ভাবনা নেই। ওনার আর্থাইটিস ও হার্টের সমস্যা আছে। চিকিৎসকরা বারবার বলেছেন, বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা দরকার। কিন্তু সে সুযোগ সরকার দিচ্ছে না। এই কারণে তার শারীরিক ঝুঁকি থেকেই যাচ্ছে।”
জেবি/এসবি