নৌপথে নিরাপদ যাত্রী পারাপারে ডিজিলেন্স টিম কাজ করছে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ২৭শে জুন ২০২৩
নৌপথে সুষ্ঠু ও নিরাপদে যাত্রী পারাপারের লক্ষ্যে সারাদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের ডিজিলেন্স টিম কাজ করছে।
সোমবার (২৬ জুন) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা ঢাকা নদী বন্দরের পবিত্র ঈদ উল আযহার যাত্রী পরিবহন ব্যবস্থা পরিদর্শন করেন।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, নৌপথে সুষ্ঠু ও নিরাপদে যাত্রী পারাপারের লক্ষ্যে সারাদেশে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ডিজিলেন্স টিম কাজ করছে।
এ সময় ঢাকা নদী বন্দরের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।
অপরদিকে ঢাকা নদী বন্দর এলাকায় নদীতে নৌযানের শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালিত হয় এতে নেতৃত্বদেন বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্টেট হাসান মারুফ।
আরএক্স/