আজ থেকে ঈদের ৫ দিনের ছুটি শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৮ এএম, ২৭শে জুন ২০২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের সরকারি ছুটি আজ মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে। আগামী রবিবার (২ জুলাই) খুলবে অফিস।
ঈদে সাধারণত তিন দিন ছুটি থাকে। এবার ঈদ বৃহস্পতিবার পড়ায় পরের দুই দিন এমনিতেই সাপ্তাহিক ছুটি। এজন্য নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়ানো হয়। ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করে সরকার।
আরও পড়ুন: ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়
গত ১৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়।
আগামী বৃহস্পতিবার (২৯ জুন) দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে ঈদ উদযাপন করতে অনেকেই রাজধানী ছেড়ে গেছেন। আজ ও আগামীকাল ঘরমুখী মানুষের ব্যাপক চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

হাজারো শিক্ষক প্রেস ক্লাবের সামনে, তোপখানা রোডে যান চলাচল বন্ধ

হালাল শিল্প পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চায় বাংলাদেশ

ড. ইউনূসকে লাল গালিচায় স্বাগত, ইউকেএম দিল সম্মানসূচক ডক্টরেট

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল যোগাযোগ বন্ধ
