পশুবাহী ভটভটির সঙ্গে সংঘর্ষে দুই বোনসহ ৩ জনের প্রাণ গেলও
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩
কোরবানির গরুবাহী ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বগুড়ায় অটোরিকশাচালকসহ দুই বোন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত দুইবোনের বাবা-মা রাশেদ শেখ ও জোসনা বেগম। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীর চকবাউলিয়া গ্রামে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন বগুড়া-নওগাঁ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩০), আশামনি (৭) ও খাদিজা (৩)।
আরও পড়ুন: দুমকিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, মঙ্গলবার সকালে ঈদ উপলক্ষে দুই মেয়েকে সঙ্গে নিয়ে রাশেদ শেখ ও তার স্ত্রী জোসনা বেগম বিবিরপুকুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এরুলিয়াতে গরুবোঝাই ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আমিনুল ইসলাম ও খাদিজা নিহত হন।
বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দীক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু দুর্ঘটনার পরপরই ভটভটিচালক পালিয়ে যায়। ভটভটি পুলিশি হেফাজতে আছে।
জেবি/ আরএইচ/