ঢাকা-১৭ আসন ও ৭ পৌরসভায় নির্বাচনে সাধারণ ছুটি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন ও সাতটি পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের সুবিধার্থে আগামী ১৭ জুলাই সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১৭ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে।
আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে আ.লীগের শান্তি মিছিল ও সমাবেশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসন এবং ৭টি পৌরসভার (পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার হেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভা) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ১৭ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে নির্বাচন কমিশন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ নির্বাচনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেবি/ আরএইচ/