পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা টোল আদায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৪ পিএম, ২৮শে জুন ২০২৩


পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার টাকা টোল আদায়
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। এসময় যানবাহন পারাপার হয়েছে ৪৩ হাজার ১৩৭টি। 


সোমবার (২৬ জুন) রাত ১২টা থেকে মঙ্গলবার (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত এই পরিমাণ টোল আদায় হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী।


এই কর্মকর্তা জানান, পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত ৮০৯ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এ পর্যন্ত ৫৭ লাখ ৭১ হাজার ৭৮৮ টি যানবাহন পারাপার হয়েছে। মাওয়া প্রান্তে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৯৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ১ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে। মূলত ঈদে ঘরমুখো মানুষের কারণে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই নতুন রেকর্ড হয়েছে।


আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি টাকা


এর আগে, স্বপ্নের পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় করা হয়।


গত বছরের ২৬ জুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টির বেশি যানবাহন চলাচল করেছিল। ওই দিন সেতুটি থেকে টোল আদায় হয়েছিল ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। ওই বছরের ৮ জুলাই পদ্মা সেতু থেকে সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়। এছাড়াও পদ্মা সেতুর টোল আদায়ের প্রতিদিনের চিত্রে দেখা গেছে, গড়ে প্রতিদিন দুই কোটির বেশি টোল আদায় হচ্ছে।


জেবি/ আরএইচ