প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৬ এএম, ২৯শে জুন ২০২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন বুধবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, ঈদুল আজহার পবিত্র উৎসব ত্যাগ, মমত্ব এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি দৃঢ় স্মারক হিসাবে কাজ করে।
আরও পড়ুন: মোদিকে-হাসিনাকে আম পাঠাচ্ছেন মমতা
তিনি আরও উল্লেখ করেছেন যে, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যেকার বন্ধন উভয় দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি জনগণের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠেছে।
মোদি দৃঢ় আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে, ঈদের পবিত্র উৎসব দুই প্রতিবেশী দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।
জেবি/ আরএইচ/