কোরবানি দিতে গিয়ে ২ শতাধিক মানুষ আহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) ঢামেক হাসপাতাল ছাড়াও পঙ্গু হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢামেক সূত্র জানায়, সকাল থেকে কোরবানির পশু জবাই করতে গিয়ে নানাভাবে আহত হয়ে হাসপাতালে ইতোমধ্যেই চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক মানুষ। সবমিলিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৭০ জন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: রাজধানীতে বিক্রি হচ্ছে কোরবানির মাংস
পঙ্গু হাসপাতালে সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এছাড়াও কোরবানির গরুর মাংস কাটতে গিয়েও হাতের রগ কেটে যাওয়া অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সবমিলিয়ে সকাল থেকে পঙ্গু হাসপাতালে অন্তত শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবাই কোরবানি দিতে কিয়ে নানাভাবে আহত হয়ে হাসপাতালে এসেছেন।
জেবি/ আরএইচ/