ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ১লা জুলাই ২০২৩


ঈদের তৃতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকে
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার তৃতীয় দিন শনিবারও (১ জুলাই) রাজধানী থেকে বাড়ি ফিরছেন অনেকে। সরেজমিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। সে তুলনায় ঢাকায় ফেরা যাত্রী চাপ কম। ট্রেনের শিডিউলেও কোনো হেরফের হচ্ছে না।


কমলাপুর রেল স্টেশন মাস্টার আফসার উদ্দিন জানান, যাত্রীরা নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারছেন। প্রতিটি ট্রেন সঠিক সময়ে গন্তব্যে যাচ্ছে এবং ফিরছে। যাত্রীদের সেবা দিতে নিরলস ভাবে কাজ করছে রেলের কর্মীরা। তবে এখন পর্যন্ত ঢাকামুখী যাত্রীর তুলনায় ঘরমুখো মানুষের চাপ বেশি। 


সকাল সাড়ে ৯টায় সরেজমিনে দেখা যায়, রংপুর এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, তিতাস কমিউটার, একতা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রী নেওয়ার জন্য পৃথক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মার ভেতর সিরিয়াল ধরে ঢুকছেন যাত্রীরা। এর আগে প্ল্যাটফর্মে ঢুকতে প্রত্যেকের টিকিট চেক করছেন রেলের কর্মীরা।


আরও পড়ুন: কোরবানির মাংস নিয়ে বাড়ির পথে মানুষ


কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন আরও বলেন, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১২টা ট্রেন বিভিন্ন গন্তব্য ছেড়ে গেছে। আরও অনেকগুলো ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষায় আছে। সন্ধ্যা পর্যন্ত থাকবে যাত্রী চাপ।


অন্যদিকে, ঢাকামুখী যাত্রী চাপ কম। শনিবার (১ জুলাই) সকাল ৭টায় তূর্ণা নিশীথা ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন ফিরবো আলী। তিনি জানান, গতকাল রাতে যথা সময়ে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে। স্টেশনে যাত্রী চাপ থাকলেও যাত্রা ছিল আরামদায়ক।


জেবি/ আরএইচ/