শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩


শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ
ছবি: সংগৃহীত

সাত বছর আগে রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলায় নিহতদের শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করছেন বিভিন্ন দূতাবাসের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।


শনিবার (১ জুলাই) হলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে ঘটনাস্থলে স্থাপিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদেশি দূতাবাসের কূটনীতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর প্লটের ওই ভবনের সামনে সকাল সাড়ে নয়টায় অস্থায়ী বেদীতে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে হলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।


আরও পড়ুন: হলি আর্টিজানে হামলার ৬ বছর আজ


এর আগে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করে কুটনীতিকরা হলি আর্টিজানের সামনে এসে অপেক্ষা করেন। পরে সবাই একে একে শ্রদ্ধা জানান। তবে কেউ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। 


উল্লেখ্য, দেশের ইতিহাসে কলঙ্কজনক একটি অধ্যায় ২০১৬ সালে ১ জুলাই। সবচেয়ে বড় জঙ্গি হামলাটি ঘটে ওই রাতে, যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পড়তে হয় ভাবমূর্তি সংকটে। ওই রাতে গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে জঙ্গিরা দেশি-বিদেশি ২২ জন নাগরিককে হত্যা করে। এর মধ্যে ইতালির নয়জন, জাপানি সাতজন, ভারতীয় একজন, আমেরিকায়ন একজন, বাংলাদেশি দুইজন নাগরিক এবং দুইজন পুলিশ কর্মকর্তরা রয়েছেন। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী মিলে দেশি-বিদেশি মোট ৩২ জন নাগরিককে উদ্ধার করা হয়।


জেবি/ আরএইচ/