বৃষ্টিতে ডুবেছে রাজধানীর সড়ক, ভোগান্তি চরমে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩


বৃষ্টিতে ডুবেছে রাজধানীর সড়ক, ভোগান্তি চরমে
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার সরকারি ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীসহ নানা পেশাজীবীরা। পরিবার নিয়ে ঢাকায় ফেরা কর্মব্যস্ত মানুষগুলোর অনেকেই বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন। মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকামুখী যাত্রীদের অনেককে ভিজেই বিভিন্ন পরিবহনে ওঠানামা করতে দেখা যায়। 


এদিকে আজ (শনিবার) সকালে বৃষ্টির মাত্রা ছিল কম। তবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের পর আকাশ অন্ধকার করে নামে মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কও। তবে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় জলাবদ্ধতার কারণে যানজট দেখা দেয়নি।


খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টির কারণে পুরান ঢাকার বংশাল, নাজিমুদ্দিন রোড পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে ধানমন্ডি ৭ নম্বর, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশে। মগবাজারের ওয়ারলেছ রেলগেট থেকে সোনালীবাগ, মধুবাগ, মীরবাগসহ আশপাশের সড়কে পানি উঠেছে।


আরও পড়ুন: ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির পূর্বাভাস


সিএনজি অটোরিকশার চালক হাবিবুর মিয়া বলেন, বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরেই ধানমন্ডি, শুকরাবাদের কিছু সড়কে পানি জমে যায়। এর মধ্যে গাড়িতে যাত্রী নিয়ে আসার সময় ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে যাত্রী নামিয়ে কিছুদূর গাড়ি ঠেলে নিয়ে আসতে হয়েছে। পরে গাড়ি স্টার্ট নিয়েছে। হাতিরঝিল হয়ে গুলশানের দিকে আসার সময়ও অনেক স্থানে জলাবদ্ধতা দেখেছি।


এদিকে ঈদের টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নানা পেশাজীবীরা। তাদের মধ্যে অধিকাংশই চাকরিজীবী। পরিবার নিয়ে ঢাকায় ফেরা কর্মব্যস্ত মানুষগুলোর অনেকেই বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন। মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকামুখী যাত্রীদের অনেককে ভিজেই বিভিন্ন পরিবহনে ওঠানামা করতে দেখা যায়।


জেবি/ আরিএইচ