অবসরে যাচ্ছেন দুই সচিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


অবসরে যাচ্ছেন দুই সচিব
প্রতীকী ছবি

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন সচিব পদমর্যাদার দুজন কর্মকর্তা। অবসরে যাওয়ার সুবিধার্থে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। 


রবিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: অবসরে যাচ্ছেন সহকারী সচিব শুক্লা রানী


প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর গমনের সুবিধার্থে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। 


এছাড়া বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) মো. মোহসিন চৌধুরীর অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


জেবি/ আরএইচ/