গুজরাটে ভারী বৃষ্টি-বন্যায় নিহত ৯
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:২৮ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩
গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটের বহু জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ২দিন রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। তার মধ্যে জামনগরেই মৃত্যু হয়েছে ৬ জনের।
বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, " ভারী বৃষ্টির কারণে গুজরাটের বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকায় সবরকম সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার।"
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসন একসাথে ত্রাণ বিলি এবং উদ্ধারের কাজ করছে।
আরও পড়ুন: আবারও উত্তপ্ত মণিপুর রাজ্য, নিহত ৩
রাজ্য প্রশাসন সূত্রে খবর, শহর এবং গ্রামাঞ্চলের নীচু এলাকাগুলির অবস্থা ভয়াবহ। এই নীচু এলাকাগুলিকে থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি কচ্ছ, জামনগর, জুনাগড় এবং নবসারি জেলার।
আরও পড়ুন: মুম্বাইয়ে বাস দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত ২৬
মৌসম ভবন জানিয়েছে, আগামী ৫ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে এই জেলায়। জুনাগড়ে ওজাত এবং হিরণ বাঁধ থেকে জল ছাড়ার কারণে রাস্তা এবং বহু সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। ফলে বহু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেবি/এসবি