বেনাপোল দিয়ে এলো ৩৪ টন কাঁচা মরিচ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩
এবার যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৩৪ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ।
রবিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স উষা ট্রেডিংয়ের মাধ্যমে ৫টি ট্রাকে করে ভারতীয় এসব কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
উষা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল জানান, দেশজুড়ে কাঁচা মরিচের দাম বাড়ার প্রেক্ষিতে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয়। ২৫ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (খামারবাড়ী) কাঁচা মরিচ আমদানির জন্য আইপি প্রদান করেছে।
আরও পড়ুন: হিলিতে দাম কমলো কাঁচা মরিচের
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ জানান, কাস্টমস কর্তৃপক্ষ প্রতিকেজি কাঁচা মরিচ শূন্য দশমিক ৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস করছে। যা বাংলাদেশি টাকায় প্রতিকেজির মূল্য ৩২ দশমিক ২০ টাকা পড়ে। মোট শুল্ক হার ৫৮ দশমিক ৬০ শতাংশ।
প্রসঙ্গত, বেনাপোলের মেসার্স উষা ট্রেডিং, এন এস এন্টারপ্রাইজ ও এস এম করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়েছে।
জেবি/ আরএইচ/