আমি যা করি জনগণের জন্য করি: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩
আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি এলাকা দেখে কাজ করি না। কে ভোট দিল না দিল তা দেখি না। দেশের সব জনগণের জন্যই আমাদের কাজ। আমরা সেভাবেই কাজ করে থাকি। আমি যা করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণে করি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩ জুলাই) সকালে নিজ কার্যালয়ে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের উদ্দেশে বলেন, এখানে অনেকে অন্য দলের লোকও আছেন। জনগণ আপনাদের স্বতস্ফূর্ত ভোট দিয়ে নির্বাচিত করেছে। মানুষের আকাঙ্ক্ষা আপনাদের পূরণ করতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়ন আপনাদের ওপর নির্ভর করে। আমাকে তিনশ সিট দেখতে হয়। আপনারা নিজ নিজ এলাকা দেখবেন। আপনার এলাকা নিয়ে পরিকল্পনা করবেন। মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে।’
আরও পড়ুন: মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগ জনগণের সেবক: শেখ হাসিনা
তিনি বলেন, ‘২০১৪ সালে জনগণ ভোট দিয়েছে, ১৮ সালে জনগণ ভোট দিয়েছে, তাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসেছি বলেই একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, স্থিতিশীলতা আছে। আর এ জন্যই আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে।’
অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বরিশালের আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
জেবি/ আরএইচ/