কারওয়ান বাজারে ৩ কাঁচা মরিচ বিক্রেতাকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩
রাজধানীর কারওয়ান বাজারে দৃশ্যমান মূল্য তালিকা না থাকায় তিন পাইকারি কাঁচা মরিচ বিক্রেতাকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ জুলাই) মো. হেলাল উদ্দিন, মো. বাবলু ও আব্দুল বাছের নামের ওই তিন বিক্রেতাকে জরিমানা করা হয় বলে জানা গেছে।
এর মধ্যে মো. হেলাল উদ্দিন ও আব্দুল বাছেরকে এক হাজার টাকা করে এবং মো. বাবলুকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন।
আরও পড়ুন: ৩ লাখ টাকা জরিমানা গুনলো ঝিল রেস্তোরাঁ এন্ড মিনি চাইনিজ
অভিযান শেষে মাসুম আরেফিন সাংবাদিকদেরকে জানান, ব্যবসায়ীরা কাঁচা মরিচ কেনার ক্রয় রসিদ দেখাতে পারছে না৷ পাশাপাশি দোকানে মূল্য তালিকা ছিল না। তাই তিনজন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
কাঁচা মরিচের বাজারে কোনো সিন্ডিকেট রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কাঁচা মরিচ পচনশীল পণ্য। ঈদের ছুটি ও ভারী বর্ষণের কারণে কিছুটা সমস্যা হয়েছে।
জেবি/ আরএইচ/