ভারতীয় মহিলা ক্রিকেটে জাতীয় দলে স্থান লাভ আসাম কন‍্যার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


ভারতীয় মহিলা ক্রিকেটে জাতীয় দলে স্থান লাভ আসাম কন‍্যার
উমা ছেত্রী

অবশেষে ভারতীয় মহিলা ক্রিকেটের জাতীয় দলে স্থান অর্জন করে নিলেন আসাম কন‍্যা উমা ছেত্রী। 


তিনি হলেন, আসামরাজ‍্যের প্রথম মহিলা ক্রিকেটার। যিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলে নির্বাচিত হয়েছেন। উমা ছেত্রীকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় দলেই অন্তভূর্ক্ত করা হয়েছে। বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবেন তিনি। 


রবিবার (২ জুলাই) ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিসিআই। উমা একজন প্রতিভাবান উইকেট রক্ষক ও বেটার। ২০ বছরের উমা ছেত্রী আসামরাজ‍্যের বোকাখাতের বাসিন্দা। এই সুযোগ পেয়েই কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই মহিলা ক্রিকেটার। 


সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে (টি- টোয়েন্টি) ভারত (এ) দলের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।


আরএক্স/