শিগগিরই কাঁচা মরিচের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


শিগগিরই কাঁচা মরিচের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

শিগগিরই মরিচের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (৩ জুলাই) দুপুরে এক দিনের সফরে রংপুর এসে মহানগরীর সেন্ট্রাল রোডের বাসভবনেসাংবাদিকদের এ কথা বলেন তিনি।


মন্ত্রী বলেন, কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শীঘ্রই মরিচের দাম কমবে। একইসঙ্গে চামড়ার দাম থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হলে কাঁচা চামড়া রপ্তানির প্রক্রিয়া শুরু করবে সরকার। তবে দেশের চামড়ার মান ভালো তাই আরও বৃহৎ পরিসরে চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে বলেও জানান তিনি।


আরও পড়ুন: ১২ কেজি এলপি গ্যাস ৭৫ টাকা কমে ৯৯৯


তিনি আরও বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। চলতি মাস থেকে টিসিবি ১ কোটি পরিবারকে অন্যান্য পণ্যের সঙ্গে চাল দেওয়া শুরু করবে। তবে অনাবৃষ্টি-অতি বৃষ্টির কারণে মরিচের ফলন কম হওয়ায় কেউ কেউ সুযোগটি নিয়েছে। এ ছাড়াও চিনিসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।”


আরও পড়ুন: আমদানির পরদিন কাঁচা মরিচের কেজি ২০০ টাকা


পরে বাণিজ্যমন্ত্রী রংপুর কুড়িগ্রাম রোডস্থ নির্মাণাধীন অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে নব্দীগঞ্জে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দেন।


জেবি/এসবি