আমদানির পরও বেড়েছে কাঁচা মরিচের দাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩
আমদানি শুরুর খবরে গতকাল সোমবার কাঁচা মরিচের দাম ছিল ২০০ টাকার ঘরে। কিন্তু আজ আবারও দাম বেড়েছে পণ্যটির। রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৬০ টাকা কেজিতে।
দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ কম থাকায় আমদানি দিয়ে দামে লাগাম টানা যাচ্ছে না। সরবরাহ কম হওয়াতে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে গেছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর হাতিপুল কাঁচা বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।
আরও পড়ুন: ঢাকায় আসছে ৪৫ মেট্রিক টন কাঁচা মরিচ
সরেজমিনে দেখা গেছে, এক পোয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা।
জানতে চাইলে কাঁচা মরিচ ব্যবসায়ী সামাদ জানান, সরবরাহ কম হওয়ার কারণে পাইকারিতেও কাঁচা মরিচের দাম আবারও বেড়েছে। এখন প্রতি পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। অর্থাৎ কেজি পড়ছে ২৪০ টাকা।
হক নামের আরেক বিক্রেতা বলেন, কাঁচামালের দাম সরবরাহের উপর ওঠানামা করে। ঈদের পর পর এক পাল্লা মরিচ ৩ হাজার টাকায় উঠেছিল। এখন অর্ধেকে নেমেছে।
এদিকে মরিচের দাম বেশি হওয়াকে কৃত্রিম সংকট বলে দাবি করেছেন অনেকে। ফলে বাজার স্থিতিশীল রাখতে সোমবার সারাদেশে বাজারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জেবি/ আরএইচ/