নলবাড়িতে প্রজ্ঞা সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩
আসামরাজ্যের নলবাড়িতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে পৌঁছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা।
সোমবার (৩ জুলাই ) কোচ রাজবংশীর এক সভায় অংশগ্রহণ করেন এবং "প্রজ্ঞা সেতু" নামে নলবাড়ির প্রথম উড়াল সেতুটি উদ্বোধন করেন।
এই সেতুটি নলবাড়ির হরি মন্দির থেকে গণেশ মন্দির পর্যন্ত সংযোগ করা হয়েছে। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।
নলবাড়িতে উড়াল সেতু উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী নলবাড়ি মেডিক্যাল কলেজ পর্যন্ত এএসটিসি বাস পরিষেবার উদ্বোধন করেন। এই অনুষ্ঠানের পর পর মুখ্যমন্ত্রী সোনপুরে নবনির্মিত নলবাড়ি জেলা বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন।
এরপর হিমন্ত বিশ্বশর্মা নলবাড়ি গর্ডন খেলার মাঠে আয়োজিত জলজীবন মিশন সম্মেলনে উপস্থিত হন এবং সেখানে কয়েকটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আরএক্স/