দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড়, দুর্ভোগ নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩


দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড়, দুর্ভোগ নেই
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে কর্মজীবী মানুষের ভিড় ও দূরপাল্লার  যানবাহনের অত্যাধিক চাপ লক্ষ করা গেছে।


মঙ্গলবার (৪ জুলাই) দৌলতদিয়া প্রান্তের লঞ্চ ও ফেরিগুলোতে যাত্রী ও যানবাহনের এ চাপ দেখা যায়। 


সরেজমিনে লঞ্চে লোকাল যাত্রীদের চাপ ও ফেরিতে দূরপাল্লার যানবাহন পারাপারে চাপ বেশি দেখা যায়। এ নৌরুটে ফেরি ও লঞ্চের সংখ্যা বেশি এবং চারটি ফেরি ঘাট সচল থাকায় যাত্রীদের তেমন কোন দুর্ভোগে পড়তে হয়নি। 


ঈদের আগে ও পরে স্বাচ্ছন্দে পাটুরিয়া-দৌলতিয়া নৌরুট পারাপার হতে পারছেন যাত্রীরা।


আরও পড়ুন: ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ


বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো.সালাউদ্দিন জানান, ঈদে ঘরমুখী মানুষেরা কর্মে যাোগদিতে চলতি সপ্তাহ জুড়ে এ নৌরুট হয়ে পারাপার হবে। সরকারি অফিস-আাদালত চালু হলেও এখনো বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টসগুলো পুরোপুরি না খোলার কারণে ঘরমুখী মানুষ ধীরে যাচ্ছেন।


জেবি/ আরএইচ/