ঈদের পর বেড়েছে আলু পেঁয়াজের দাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩


ঈদের পর বেড়েছে আলু পেঁয়াজের দাম
ছবি: সংগৃহীত

কোরবানি ঈদের পরই আরেক দফা বেড়েছে পেঁয়াজ, আদা ও আলুর দাম। বাজারে পেঁয়াজ, আলুর দাম পাইকারিতে বেড়েছে কেজিতে তিন টাকা। আর আদার দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। 


বাজারের ব্যবসায়ীরা বলছেন, ঈদের বন্ধে সরবরাহ ঘাটতিই মূলত দাম বৃদ্ধির কারণ।


মঙ্গলবার (৪ জুলাই) সরেজমিনে শ্যামবাজারে গিয়ে দেখা গেছে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকায়। 


আরও পড়ুন: প্রতিনিয়তই কমেছে পেঁয়াজের দাম


বাজারে মুন্সীগঞ্জের সাদা আলু ৩২-৩৩ টাকা ও  লাল আলু ৩১ টাকা এবং রাজশাহীর সাদা আলু ৩৪ ও লাল আলু বিক্রি হচ্ছে ৩৩ টাকা কেজিতে। 


এছাড়াও বাজারে ইন্দোনেশিয়ার আদা ২২০ থেকে ২৫০ টাকা আর মিয়ানমারের আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। 


তবে, খুচরায় আরও বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ-আদা-আলু। খুঁচরায় আলু ৪০ থেকে ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা, আর আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে।


জেবি/ আরএইচ/