ড্রোন দিয়ে মশা খুঁজবে উত্তর সিটি করপোরেশন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


ড্রোন দিয়ে মশা খুঁজবে উত্তর সিটি করপোরেশন
ফাইল ছবি

গতবারের মতো এবারও মশার উৎস খুঁজতে ড্রোনে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।


নগরীতে মশার উৎপাত কমাতে ড্রোনের সাহায্য বাসাবাড়ির ছাদ বাগান, জমে থাকা পানি, চৌবাচ্চা, বৃষ্টির পানি বা পরিষ্কার পানি জমতে পারে এমন স্থান এবং পাত্র ড্রোনের মাধ্যমে খুঁজে দেখবে সংস্থাটি।


বুধবার (৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এই অভিযান শুরু হবে বলে জানা গেছে।


আরও পড়ুন: ঈদে ড্রোনের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে মহাসড়ক


ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ড্রোনের সাহায্যে ছাদ বাগানে মশার প্রজননস্থল চিহ্নিতকরণের লক্ষ্যে সার্ভে কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. এ কে এম শফিকুর রহমান উপস্থিত থাকবেন।


ডিএনসিসির ৩০ নং ওয়ার্ড কার্যালয়ের আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।


জেবি/ আরএইচ/