কাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩
পাইপ লাইনের জরুরি কাজের কারণে বৃহস্পতিবার (৬ জুলাই) দেশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
আরও পড়ুন: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ: স্বাস্থ্যমন্ত্রী
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও তৎসংলগ্ন এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল আদায় শুরু
এছাড়া, ওই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
জেবি/এসবি