নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর পর্যবেক্ষক দলের সফর ৮-২৩ জুলাই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউর পর্যবেক্ষক দলের সফর ৮-২৩ জুলাই
ছবি: সংগৃহীত

ইসির আমন্ত্রণে ৮ থেকে ২৩ জুলাই ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পূর্ব পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।


বৃহস্পতিবার (৬ জুলাই) ইসির পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।


সূত্র জানিয়েছে, দলটি বাংলাদেশে ইইউর নির্বাচনপূর্ব পর্যবেক্ষক মিশন। ওই মিশনের সদস্যরা প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে নির্বাচন কমিশন, সরকার, বিভিন্ন রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে।


নির্বাচনপূর্ব পর্যবেক্ষক মিশন বাংলাদেশ সফর শেষে যে প্রতিবেদন দেবে তার ওপর পরবর্তী দলের আসা নির্ভর করছে। নির্বাচন ‘যথেষ্ট অংশগ্রহণমূলক’ হলে ইইউ সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে।


আরও পড়ুন: ইইউ সব দ‌লের অংশগ্রহণে নির‌পেক্ষ নির্বাচন চায়: ফখরুল


এদিকে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গণমাধ্যমকে জানান, ইইউর অনুসন্ধানী মিশনটি আসছে। মিশনের সদস্যরা নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।


কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল আগামী নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউকে অনুরোধ জানিয়েছে।


জেবি/ আরএইচ/